মহাপ্রলয় নয় “মহালয়”,
আসিছে মাতাশ্রী শিবালয়।
শরৎ শারদে কাশের বাসরে
ধরণীর ধারাপাতে হাসি মাখা অধরে।
মমতাময়ি মা পূজিব তোমারে
পাপী তাপী আমরা সকলে।
মাগো পাপ তাপ ধু’ব তোমার স্নান জলে,
তোমার আগমনে আমরা দলে দলে
সাজায়েছি তোমার মন্দির সকলে।
এক নয় দুই ও নয় সমস্ত ধরণী তলে
আবাস মাগো তোমার, প্রণমি
তোমায় আমরা সকলে।
তুমি মাতা মাগো মোর মাতাশ্রী
দুর্গা তুমি দূর্গগতি নাশিনী
তুমি মা অসুর বিনাসিনী
দূর কর দূর্দশা কল্যান দায়িনী
ধরনী তোমার কল্যান কামি।
তোমারে ণমি মাতা বারে বারে আমি।।