ভূবন নদীর মত এ জীবন নদী
চলে আঁকা বাঁকা
কখনো নদীর জলে ভেসে চলে
সারি সারি পাল তোলা নৌকা
ঘোলা জল, কচুরিপানা ও শেওলা
কখনো বা একা একা-
ধাবমান হয় স্রোতস্বীনি
দু’কূল করে উর্বরা
ফাগুনের ফুল ফোঁটা সুখের
হাসি হাসে বসুন্ধরা
নদীরই মত কতরূপে বয়ে চলে
জীবন নদী
পথে পথে বাঁক নেয়
সরু সরু গলি পায়
সবখানে আঁকে সে জীবন ছবি
কখনো ঝোপঝাড়, কাটাবন, জংলায়
ভরা নদী জল ভরি উৎলায়
জীবনের তীরে তীরে কান্না হাসি,
কলঙ্কের ও ছাপ রেখে যায়
তবু ও তো জীবন নদী বয়ে
চলে ধীরে ধীরে
ব্যথা বেদনায় ভারা জীবন তবু
আসে নাতো ফিরে


পাড় ভাঙা ভূবন নদীর
চলে ভাঙা গড়ার খেলা
জীবন নদীর তীরেও আছড়ে পড়ে
অস্তমিত পশ্চিমের বেলা।