ধর্মাধর্ম-65
পিতা মাতা ধর্ম বড়
ধর্ম বড় ভাই,
তাদের ছেড়ে আমরা কোথায়?
কোথায় চলে যাই?
এ জগতের আলো দেখা পিতামাতার দ্বারা,
তবু দু’পায়েতে তাদের কেন ঠেলি আমরা?


ধর্মাধর্ম-66
জন্ম দাতা পিতা-মাতা
বিপদ কালের ত্রাতা,
তাদের সদা করলে পূজা
পূর্ণ হয জীবন খাতা।
পিতা মাতার করলে সেবা ধর্ম থাকে টিকে,
জীবন পথে জশ, খ্যাতি, ছড়ায় চতুর্দিকে।



(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা, পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)


তারিখঃ02.08.15
ঢাকা।