কতটা বেদনায় কলমে কালি ঝরায়
কোন আশায় নাকি হতাশায়
পুরোনো ভুলতে না ভুলতে নতুন
এসে যায়, এসে যায় কোন ভুল বেদনা-
রক্তাক্ত হয়ে বেঁচে উঠে স্মৃতি
স্মৃতি শিকড় গাড়ে হৃদয়ের গহিনে
কিছু নৃসংশতায় রিণরিণে যন্ত্রণা তৈরি করে
বিপ্লবী হয়ে ওঠে মন-
শুধু ভাবি আর কতটা পাশবিক অথবা মানবিক
নির্যাতন-চলবে জগৎময়
প্রশ্ন করি না কাউকে-বসে বসে ভাবি এই-
“পুরোহিত খুন হয়”
তবে একজন কেন নয়
গুনে গুনে আরো খুন কেন বেড়ে যায়
জবাব তো মিলবে না কোন দিন
মিলবে কেমন করে-
যদি মিলবে তবে গুলশান রক্তে ভিজত না


তারিখঃ০৪।০৭।১৬
ঢাকা।