সরিয়ে রাখ তোর ওই দুটো রাঙা চোখ
তোর চাওয়ার মাঝে নীলাভ দ্যুতি
হারিয়ে গেছে কতকাল আগে
পুড়ে যাওয়া ধোঁয়ার মত জাগে
                 ব্যথাগুলো জাগে
রক্তাভ হয়ে ওঠা তোর ওই ঠোঁট দুটো
রক্তের প্লাবনে সিক্ত এ বুকে
                           দাগ রয়ে যায়
                আচড়কাটা নখে
তোর সেই চোখ হিংস্র ঈগলের কান্না
বয়ে বেড়ায়-অত মায়া আর নেই সে সুরে
ভাল হয় থাকিস যদি চোখ দুটো বুজে
অথবা থাকিস সরে বহু দূরে


তোর ঐ ঝাঁজালো চোখের চাওয়া
নিশাচর হয়ে থাকে যতটা সময়
                     তোর কাছে মিনতি রয়
মৃত্যুর কাছে তুই করে নে পরাজয়


তারিখঃ২৪।০১।১৭