২১ শব্দটা মনে এলে-
কয়েকটি স্মৃতি একত্রে
ভেসে ওঠে চোখের সামনে
দ্দ্বিধাহীনভাবে।


২১শের দিনে ওই গান গুলো
শিউরে দেয় সারা গা,
শিরার মাঝে রক্ত আমার
ফিনকি দেয় যেন।


২১ এলে ভোর বেলাতে
খালি পায়ে, শিশির ভেজা
মাটির পরে শীতলতার
অনুভব জাগে।


প্রভাতফেরির দলটি যখন
কালো পিচের রাস্তা দলে-
পায়ের তলে, যেন পায়ের
তলে চাপা পড়ে-
রক্তমাখা কৃষ্ণচুড়া,পলাশ ডানা


পড়ে থাকা বুটের তলা,
মাথার খুলি, কাটা আঙ্গুল,


রক্তমাখা চিঠির ভাজে
একটি কথার হাজার মানে,
ভাই হারানোর আর্তনাদ


২১ আমার মনে এলে
চোখের জলে ছবি ভাসে
জল রঙের ক্যানভাসে


যেন পুঁই ডাটাটা সুয়ে আছে
সব হারানো বাংলা মায়ের
শুকনো গালে।


তারিখঃ২০।০২।১৭
ঢাকা।