অদ্য তিরিশে এপ্রিল।
আগামীকাল মে- দিবস।
বোধ করিলাম উহা উপলক্ষে একটা কবিতা রচনা করা জরুরী।
বসিলাম ও।
কিন্তু হায়!
আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে শ্রম কিংবা
শ্রমজীবী, মেহনতী মানুষজনের সম্বন্ধে-
কোন ভাবনা বহুকষ্টেও উপস্থিত করাইতে পারিলাম না।
কোন এক নগন্য বিষয়ে হৃদয় খানা ভারাক্রান্ত।
তাই মগজে ওই নির্দিষ্ট অর্থহীন ভাবনা ব্যতিত -
অন্য সকল বিষয়গুলো আস্তানা গাড়িবার
সুযোগ পাইয়া উঠিল না।
তাছাড়া কোন একটা নির্দিষ্ট বিষয় নিয়া ছড়া
কিংবা কাব্য রচনা করিবার কালে
মাত্রাবৃত্ত ছন্দ ব্যতিত আমি বেশ একটা উপায় করিতে পারিনা।
সে দিক হইতেও আপাতত নিজেরে নিষ্কর্মা বলিয়া
আখ্যায়িত করা ছাড়া উপায়ন্তর দেখি না।
কারন এই মন খারাপের ক্ষণে,
কাব্য রচনার মাত্রাবৃত্ত বিধি সযতনে চর্চা করিবার মতো ক্লেশ -
এই বিষাক্ত মস্তিষ্ক কোনরূপেই করিবে না।


৩০ এপ্রিল ২০২৪
নজরুল নিবাস, রাকুদিয়া।