শুনছো, আর একবারমাত্র ;
পিছুটান মোহমত্ততা সব তুচ্ছ করে
মোহমুক্তি ঘটাও এ-প্রেমালাপের আসরে।


এসব নিয়ম নিয়মিত মেনে
তুমি কি পেয়েছ!
প্রভুত্ব স্বামী?
অ-প্রেমে দেহকামে অনাগত এক সন্তান
একটি জীর্ণ জীবন-
ছিন্নভিন্ন একটা দেহ
ক্ষতবিক্ষত মন;
এসব নিয়ে তুমি সুখী তো!
নাহ, সেদিনের হাসি' তা বলেনা।


আমি জানি তুমি বলতে চাও-
অথচ কেউ শুনেনা...
কি করে শুনবে!
তুমি চেয়েও বল'না।


তুমি তো বেশি কিছু চাওনা,
শুধুমাত্র শোষিত হতে চাওনা
অ-প্রেমে মীলন চাওনা
অনিশ্চিত জীবন চাওনা
স্বামীতে প্রেম চাও- প্রভুত্ব না
একটু ভালোবাসা চাও।


এতটুকুই যদি না-পাও
যদি না-চাও
যদি চেয়েও না-পাও
তবে নীলচে আকাশে শতকোটি ভালোবাসা-
বিরহপীড়িত জীবন তোমাকে উপহার দিবেই।


তুমি চাও-
না-পেলে তুমি কেঁড়ে নাও
তোমার সমস্ত ইচ্ছে তোমার অদীন করে নাও।
যদি মাঝপথে খুববেশি ক্লান্ত হয়ে যাও
তবে আমাকে শরণ করবে
একবারমাত্র পাগল বলে ডাক দিও;
চলে আসব...