---------------------//---


প্রেমিক :   একি বলো ! তুমি ছলনার ছলে
              সত্যিই চলে যাবে আমাকে ফেলে ?


প্রেমিকা :  এভাবে কখনও তোমায় ভাবিনিতো আগে
              প্রেম-প্রীতি হয় কি যে শুধু ত্যাগে ?


প্রেমিক :  বলোনা ! তাহলে এখন কি যে করি
             টাকা-ফয়সা নেই যে হাতে কড়ি ।


প্রেমিকা :  তাহলে তোমার সাথে আমার আড়ি
             আজ-ই চলে যাবো বাপের বাড়ি ।


প্রেমিক :  এটা কেমন করে হয় বলো দেখি ?
            এভাবে চলে না মন কেনা-বিকি ।


প্রেমিকা :  বুঝা উচিত ছিলো আমাকে দেখে
             কেমন ছিলেম আমি লাল রঙ মেঁখে ।


প্রেমিক :  তাই যদি হয় সত্যি তাহলে এবার
            তোমার সাথে নয় আর দেন-দরবার ।


প্রেমিকা :  বলো কি ! এটাতো ছিল শুধু অভিমান
             তোমাকে দিয়েছি আমার হৃদয়ে স্হান ।


প্রেমিক :  বুঝে ছিলাম প্রিয়া তোমায় প্রথম দেখাতে
            নির্জনে ভালোবেসে ঐ পূর্ণিমা রাতে ।


--------------//---------------


রচনাকাল :- ১৯ শে মার্চ ; ২০১৮
  সময় :- ৩ ঘটিকা (রাত)
     নিজ বাসভবন ; বেলাইত ;নিউকাসল ।