--------------/--


রাত পোহাতে-ঘুম হতে জেগে
    সকালের নাস্তা-খেতে বসে ;
       টেলিভিশনের খবরে শুনি , বন্যায়
          সারাটি দেশ গেছে-ভেসে ।


চারিদিকে মানুষের-আহাজারি দেখে
    মনে লাগে-বড় ব্যথা ;
       বন্যার তান্ডবে-থলিয়ে গেছে
          মৌসুমী ফসল ছিল যেথা ।


কৃষকের মুখে-নেই যে হাসি
   কৃষানীর মুখে-নেই গান ;
      হায়রে বৈশাখ ! তুমি নিলে কেড়ে !
         কৃষক-কৃষানীর ,মন-প্রান ।


কলম হাতে-দেশের কথা ভেবে
   নয়ন দু'টি গেলো-জলে ভরে ;
     আমার দেশের গরীব মানুষের
        এখন ! কি দশা হবে !


সোনালী ফসলের-স্বপ্নে বিভোর
   মানুষ যে আজ-বড় অসহায় ;
      চারিদিকে তাই-শুনি যে শুধু ,
         মানুষের ! হায় ! হায় !


প্রাকৃতিক দুর্যোগ-মানুষের আজ
   দুষ খুঁজিবার-কেহ নাই !
      দেশের প্রতি-রহম করো খোদা
         তুমি মালিক-তুমি সাঁই ।।


------------//-------


তারিখ :- ১৫ ই এপ্রিল , ২০১৭ ।
        নিউকাসল ।