--------------------//----


সহ্য হচ্ছে না -
এ অশান্ত পরিবেশে বাস করতে
আর একটুকুও ---।
আজ সর্বত্র শিশু-কিশোরদের আত্মচিৎকারে
আকাশ-বাতাস প্রকম্পিত হচ্ছে ;
কালো ধোঁয়ায় নিমজ্জিত হচ্ছে এই সুন্দর পৃথিবী ।
নিরব দর্শকের ভূমিকা পালন করছে
বিবেকবান মানুষগুলো , বিবেকহীন ভাবে -
না দেখার ছলে ; কিছু না বলে ।


না-- আর সহ্য হচ্ছে না ;
মানব সৃষ্ট মরনাস্ত্রের আঘাতে
নির্বিচারে নিষ্পেসিত হচ্ছে চারিদিকের-
নিরীহ , নিরোপরাধ মানুষগুলি ,
ধ্বংস হচ্ছে ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, ধর্মীয় উপাসানালয় ;
এমন কি -
মানুষের শেষ রক্ষার স্হান হাসপাতালটিও ,
আর তা হচ্ছে চোখে কালো চশমা পরিহিত
বিশ্ব নেতৃত্বের কিছু মানবরূপি হিংস্র হায়ানাদের
হার-জিতের দাবা খেলায় --।।


এভাবে চলতে পারে না, চলতে দেয়া যায় না
ইতিহাসের এ জগণ্যতম বর্বরতার খেলা ।
এ জন্য একটি সুনামি চাই -
না হয় একটি জলচ্ছাস ;
ভেসে যাক্ সেই নরোপশুদের -
চাওয়া-পাওয়ার সব অহমিকা, আকাঙ্খা এবং উচ্ছাস ।।


-------------------//----------------


রচনাকাল :- ১৯ শে মার্চ ; ২০১৮
  সময়কাল:- ২ ঘটিকা (রাত)
     নিজ বাসভবন ; বেলাইত ; নিউকাসল ।