------------------//-----
    
আমি জবাব চাই
আমি আপনাদের সহানুভূতি চাই ;
চাই মানুষ হিসেবে বেঁচে থাকার ন্যায্য অধিকার ।
আমি মুক্তি চাই ,
আমি স্বাধীন ভাবে এই পৃথিবীতে
বাসযোগ্য-আবাসন চাই ,
আমি শান্তি চাই, আমি স্বস্তি চাই -
আমি সবার মত একটি সুন্দর জীবন চাই !


আমি মানুষ -
মহান সৃষ্টিকর্তা এই সুন্দর পৃথিবীতে
আমাকে মানব-কূলে জন্ম দিয়েছেন ;
দিয়েছেন সবার মত বেঁচে থাকার অধিকার ।
আজ ভাগ্যের নির্মম পরিহাস
কোন কিছু বুঝে ওঠার পূর্বেই -
আমার জীবনে নেমে আসে অন্ধকার !


সবে মাত্র দশ বছরের অবুঝ সন্তান আমি
আমার সামনেই মায়ানমারের হানাদার বাহীনি
আমার অসুস্থ পিতাকে বুলেটের গুলিতে হত্যা করে ;
হত্যা করে আমার গর্ভধারণী মাকে ।
তাতেও তারা কান্ত হয়নি
আমার একমাত্র কিশোরী বোনের শ্রীলতাহানি করে,
শরীরের মাংস ক্ষতবিক্ষত করে
অট্ট হাসিতে ফেটে পরে ,
নিভিয়ে দেয় জীবনের প্রদীপ-শিখা ।


বর্বরতার এই চিত্র দেখে
সঙ্গাহীন হয়ে আমি মাটিতে লুঠিয়ে পড়ি ;
হারিয়ে ফেলি বাক্-স্বাধীনতা ।
মায়ের আদরে এক নিকট আত্বীয়ের সাহায্যে
চলে যাই পার্শ্ববর্তী দেশ-বাংলাদেশে ।


সেখানে তিনটি শিশু বাচ্চাদের সাথে
আমাকেও লালন-পালনের
দায়িত্ব নেন ,এক মমতাময়ী মা ।
আর এটা আমার উপর -
পরম করুনাময়ের অশেষ মেহেরবানি ।


আজ বিশ্ব-বাসীর নিকট
আমার এই পরিণতি এবং পরিস্হিতির
দায়বার অপর্ণ করে -
আঁকুতির সাথে জিজ্ঞাসা করি ?
এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার-
আমার কি কোনো অধিকার নেই ?


আমাকে যারা সর্ব হারা করেছে
মানবতার কাঠগড়ায় তাদের বিচার চাই ।
আমি জবাব চাই ,
আমি মুক্তি চাই ,
আমি এই উদ্ভুত পরিস্হিতির অবসান চাই
আমি সবার মত বেঁচে থাকার অধিকার চাই
আমি মানুষ , আমি বাঁচতে চাই ।


( নোট :- সে দিন টেলিভিশনের ইনটারভিউয়ে
    মায়ানমার থেকে আসা এই ছেলেসহ
এক মহিলার হৃদয় বিদারক ঘটনাটি অবলম্বনে
    আমার এই লিখনীর ক্ষুদ্র প্রয়াস ) ।


--------------//-------------


সময়কাল :- ৩ রা নভেম্বর ২০১৭ !
         নিউকাসল , ইংল্যান্ড ।