-------------------///---------


শীতের দেশে বসত্ মোদের
শীতের দেশেই বাস ,
                       শীত্-যে মোদের জীবন সাথী
                                 শীত্-যে বারো মাস ।


গ্রীষ্মকালে শীতল হাওয়া
তেমনি, শীতকালেও তাই ,
                            কেমনে বাঁচি-কি যে করি
                                   ভেবে-না দিস পাই ।


এসব দেশে বসত যাদের
সবার আছে গাড়ি তাই ,
                               চলা-চলে এসব দেশে
                               গাড়ী ছাড়া-উপায় নাই ।


শীতের দিনে চলতে গাড়ি
কি-যে ভীষণ কষ্ট ,
                     গাড়ির তোষার পরিস্কার করতে
                                   মনটি হয়ে যায় নষ্ট ।


তুষার ঢাকা দেশটি অপরূপ
আনন্দে দেয়-মনে দোলা ,
                           শীতের দেশের মানুষ গুলি
                          তুষার নিয়েই-তাদের খেলা ।


রৌদ্র-উজ্জ্বল শীতের সকাল
কি-যে ভীষণ খুশি ,
                        বাস করে তাই শীতের দেশে
                             শীতকেই যে ভালোবাসি ।


       ------------//-----------


রচনাকাল :- ৬ ই ডিসেম্বর ; ২০১৭ !
        সময় :- ৯ ঘটিকা
           নিউকাসল ; ইংল্যান্ড ।