=================//===


হে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী
বাঙালী জাতি আমরা সবাই তোমাতে আজ ঋনী
তোমার দীর্ঘ বীরত্বগাঁথা জীবন ইতিহাস
লেখক-কবিদের কলমের আঁছড়ে তারি বহি:প্রকাশ
বঙ জননীর বিজয়ের সন্তান তুমি হে মহাগুণী
সিলেটের কৃতি সন্তান বঙ্গবীর এম এ জি ওসমানী ।


শিক্ষা জীবনে তুমি ছিলে অতি মেধাবি জন
শ্রেনী পরীক্ষায় প্রথম স্হান তাই ছিল নির্ধারণ
সাফল্যের সেই ধারাবাহিকতায় শিক্ষা জীবন শেষে
ইন্ডিয়ান মিলিটারিতে ক্যাডেট হিসেবে যোগদান অবশেষে
তেইশ বছর বয়সে অলংকৃত জেনারেল পদবী খানি
বালাগঞ্জের সুর্য সৈনিক বঙ্গবীর এম এ জি ওসমানী ।


পিতা তোমার খান বাহাদুর ছিলেন মহাজ্ঞাণে
কৃতিত্বের সাক্ষর রহিত তাহার কৃতকর্ম গুণে
নামী পিতার যোগ্য সন্তান তুমি হে ওসমান
মুক্তি যুদ্ধের চৌকুস নেতৃত্বে মেলে তারি প্রমান
সর্বাধিনায়কের বিজয় মূকুট ছিল তোমার সম্মানী
রত্নগর্ভা দেশের সন্তান তুমি এম এ জি ওসমানী ।


তোমাকে দেখার সৌভাগ্য হয়নি তাইতো হৃদয়ে ক্ষত
মুক্তি যুদ্ধের ইতিহাস পড়ে জেনেছি তোমার বীরত্ব
যুদ্ধের মাঠে সাহসী নেতৃত্বে মোরা পেয়েছি স্বাধীন দেশ
স্বাধীন দেশে বাস করে তাই খুশিতে আছি বেশ
জাতির গর্ব বিশ্ব বরেণ্য চৌদিকে তোমার জয়ধ্বনি
দয়ামীরের কৃতি সন্তান বঙ্গবীর এম এ জি ওসমানী ।


তোমার ত্যাগ এবং তোমার মহিমা ভুলি নাইকো মোরা
যথাযথ সম্মান প্রদর্শণে বাঙ্গালী জাতি কপালপুড়া
আজও বাঙ্গালী স্বাধীনতার ফসল তুলতে পারেনি ঘরে
বীর-বাঙ্গালীরা অধিকার আদায়ের সংগ্রামে আজও লড়ে
তোমার বর্নাঢ্য জীবন ইতিহাস স্বর্নাক্ষীত থাকবে জানি
মুক্তি-যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী ।


     ——————-//—————-


তারিখ :- ৮ই ডিসেম্বর ; ২০১৮ ইং
স্হান : নিউকাসল ; ইংল্যান্ড ।
Email:- shiponchy@gmail.com