-------------//--


টাকা - মানুষকে করে বুদ্ধিমান ;
অপরদিকে -
শিক্ষা - মানুষকে এনে দেয় সম্মান ।


টাকায় - মানুষ হয় ধনী ;
অপরদিকে -
শিক্ষায় - মানুষ হয় জ্ঞাণী ।


প্রশ্ন হলো - একটি অপরটির
সম্পুরক না পরিপূরক ?


বিষয়টি যদি হয় - ( অভিমত )
শিক্ষা হলে - " টাকা এবং জ্ঞান "
                    দু'টিই অর্জিত হতে পারে ।


কিন্তু টাকা দ্বারা - "বুদ্ধিমান"এবং "ধনী"হলে ও
সবর্ক্ষেত্রে -
              " জ্ঞাণী কিংবা শিক্ষিত " হওয়া যায় না ।


---------//--------


রচনাকাল :- ৩০ শে নভেম্বর ; ২০১৭ !
  সময় :- ১০ ঘটিকা ( রাত ) ।