------------------//------


মাঘ মাসের শেষ বিকেলে
শীতের বিদায় বেলা ;
                      ফাগুন মাসের আগমনে
                   তাই লেগেছে মনে দোলা ।
বৃক্ষগুলি নব পল্লবে
সেজেছে নতুন রূপে ;
                      জোনাকিরা জ্বালায় বাতি
                          বাড়ির পাশে ঝোপে ।
গাছগুলিতে ফোঁটেছে আজি
ফাগুনের পুষ্প রাজি ;
                     নতুন আলোর বার্তা নিয়ে
                 আহা !ঔই-বসন্ত এলো বুঝি ।


বাসন্তী রঙ শাড়ী পড়ে
সেজেছে আজ ফুলপরী ;
                       মগডালে বসে কোকিল
                          গায় গান সুর তুলি ।
বটতলায় বসে রাখাল
বাজায় তার মোহন-বাঁশি-
                     দক্ষিনা হাওয়া বহে আজি
                 আহা !ঔই-বসন্ত এলো বুঝি ।


গাঁয়ের বধু কলসি কাঁখে
পুকুরে যায় জল তুলিতে ;
                       খোঁপায় বাঁধা জবা ফুল
                    হূদয়ে তার লেগেছে দোল ।
কিচির মিচির পাখীর সুর
ফাগুন রাঙা প্রথম ভোর ;
                       সবুজাভাব সব বৃক্ষরাজি
                  আহা !ঔই-বসন্ত এলো বুঝি ।।


-   ----------//--------


রচনাকাল :- ১১ই ফেব্রুয়ারি ২০১৮ !
         নিউকাসল ; ইংল্যান্ড !