-------------------//----
যদিও এটি একটি অভিজ্ঞতার গল্প
কাব্যিকথায় শেয়ার করলাম তাই অতি অল্প !
ঘুরে বেড়ানো আমার শখ -
সেই ছোট বেলা হতেই ;
পৃথিবীর এক প্রান্ত হতে অন্যপ্রান্তে !
ছাত্রাবস্তায় ঘুরে বেড়িয়েছি -
মাতৃভুমির প্রাকৃতিক সৌন্দয্যে ঘেরা
জাফলং,পতেংগা এবং কক্সবাজার সমূদ্র সৈকতসহ
মনোমুগ্ধকর অনেক স্হান !
আজ প্রবাস জীবনেও , নেই তার পরিবর্তন !
সময় পেলেই মন চায় কোথাও বেড়িয়ে আসি ;
দেখে আসি বিশ্বের আশ্চর্য্যতম নিদর্শনসমুহ-
একের পর এক !
সুযোগ এবং সময়ের হাতছানিতে বেড়াতে যাই
ইউরোপের দেশ ফ্রান্সে !
অবশ্য এর পূর্বেই ২০১০ সালে
বিশ্বের অন্যতম আশ্চর্য্য -
"নায়াগ্রার জলপ্রপাত"দেখার
সৌভাগ্য হয়েছিল আমার !
হোটেলে ব্রেক-ফাস্ট শেষে সোজা চলে যাই
সেই কাংখিত বিশ্বের আশ্চর্য্যের মধ্যে সুন্দরতম
"এ্যাপল-টাওয়ারটি"দেখতে !
সবেমাত্র বিকেল পেরিয়ে সন্ধ্যার হাতছানি-
সামনে তাকাতেই চোখগুলি ছানাবড়া !
সমুদ্রে তরঙ্গের ঢেউ হৃদয়ে উদ্বেলিত ;
"এ্যাপল-টাওয়ারের"সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে
হারিয়ে যাই কল্পনার রাজ্যে !
রাতের প্রথম প্রহরে -
রঙ-বেরঙের উজ্জ্বল বাতি দ্বারা সজ্জিত
"এ্যাপল টাওয়ারটিকে" দেখলে -
কার-না চোখ জুড়াবে !
লিফ্ট সংযুক্ত টাওয়ারটির উপরে উঠতেই
আনন্দে মনটি ভরে যায় ;
নিশ্বাস নেই প্রাণ খোলে সোনালী নীলিমায় !
সু-উচ্চ টাওয়ারের উপর হতে
পুরো প্যারিস শহরটি -
চলে আসে চোখের দৃষ্টি সীমানায় !
মনে পড়ে যায় বড়দের কাছে শোনা -
ছোট বেলার রাজপুরীর, রূপ কথার কল্পকাহীনি !
সমস্ত প্যারিস শহরটি যেন রূপের চাদরে -
ঘোমটা পড়া এক নবযুবতী রাজকন্যা !
পরিবারকে সাথে নিয়ে যতই ঘুরতে থাকি
মনকে আর বাঁধা দেয়ার সাধ্য কার !
পড়ন্ত এক বিকেলে ক্রুজে করে
নদী পথে প্যারিস বেড়াতে যেয়ে -
প্রেমিক-যুগলদের স্মৃতি-স্বাক্ষরিত ব্রীজগুলি দেখে
আমরা হতভম্ব হয়ে যাই !
লক্ষ লক্ষ তালা ঝুলানো কয়েকটি ব্রীজ
চোখে ভাসতেই -
টুরিস্টদের একজনকে জিজ্ঞেসে
বেড়িয়ে আসে এক চাঞ্চল্যকর ইতিহাস !
ওয়েষ্টার্ণ দেশগুলোর প্রেমিক-যুগলেরা
ভালবাসার নিদর্শন স্বরূপ ঐসব ব্রীজগুলোতে
একটি কিংবা ততোধিক তালা ঝুলিয়ে রাখে ;
এসব নিদর্শন তাদের -
কখনো হাসায়, কখনোবা কাঁদায় !
এভাবে সোনালী সন্ধ্যায় -
ক্রুজে করে চতুরপার্শ্বের সৌন্দর্য্য অবলোকনের দৃশ্যে
মনটি আত্ব-তৃপ্তিতে হয়ে উঠে ভরপুর !
যা কখনও ভুলে যাবার নয় !
আজও সেই স্মৃতিগুলি -
স্মরণ করিয়ে দেয় প্যারিস ভ্রমণের
সেই অতীত দিনগুলি --- !
তাইতো কবিগুরু বলেন -
দিনগুলি মোর সোনার কাঁচায় রইল-না -
সে যে আমার নানা রঙের দিনগুলি --!!


---------------//-------------


রচনাকাল :- ১৭ ই ফেব্রুয়ারি ; ২০১৮
       সময় :- ৪ ঘটিকা ( রাত )
    নিজ বাসভবন ; নিউকাসল !