- সিরাজ আহমেদ, রংপুর।
---------------------------------------
কোন এক জন্মান্তরে হৃদয়ে লেগেছে গিট,
পাশাপাশি হৃদয়ে-হৃদয় সাটানো; কংক্রিট-
জন্মে-জন্মে দেহ বদলায়; তুমি আমি সে-ই
এখনো মত্ত; পুর্বের মতো; ভালবাসাতেই।
বেহুলা শিরি লাইলি রাধা জুলেখার রূপে-
বারবার এসেছ মর্তে; গোপনে চুপে চুপে,
আমিও লখিন্দর ফরহাদ মজনু হই-
কৃষ্ণ কিংবা ইউসুফ সেজে প্রতিক্ষায় রই।
কাব্য-গাথার খুনসুটিতে মোহনীয় নেশা-
ইতিহাসে স্মৃতি-ভেলায়; ভাসছে ভালবাসা।
যুগে যুগে জীবন্ত আছি; খুঁজেছি হারিয়ে,
হাঁটছে সময় হাঁটছি মোরা তৃষিত হৃদয়ে।
পেয়েও যাই; তুমিও পাও; অতৃপ্ত অন্তর-
আগ্রাসি আকাঙ্খা -দুজনার মধুর বাসর।
আশাহত হয়ে হাত ধরা; ভগ্ন মনরথ-
চোখ পাকায় জগৎ; মচকানো মিলন পথ।


তোমার জন্যে বারবার মরি; জন্মিও ফের-
ঐ ফিরে ফিরে আসা; সে অতৃপ্ত প্রেমের জের।
তুমিও কাতর প্রতি জন্মান্তর; প্রাণ সখি!
চোখে চোখ; হাতে হাত; স্বপ্নের সুর আঁকি।
হৃদয় গহীনে বেঁধেছি দু'জনে ঐক্যতান,
প্রেম নিশানের ঝান্ডা উড়াই; নিত্য আপ্রাণ।


ভালবাসি ভালবাসো; সজ্ঞানে অজ্ঞানে ভ্রমে-
ভুলিনি তোমায় ভুলনা আমায়; প্রতি জন্মে।
যাতনা যত আসুক ও কালিমা কলঙ্কের-
প্রেমের নাও ভাসাবো তাও; প্রতিজ্ঞা মোদের।