- সিরাজ আহমেদ।


প্রথম সারি'তে আসন নিয়ে-
চলছে ভীষন ক্যাচাল-বাজি
সব্বার সাধ, সামনে বসায়-
পিছনে বসতে; কেউ না রাজি ||


পিছনে আসন, রয় যে ফাঁকা-
সামনের লাইনে হুটো-পুটি,
শুধু চুলো-চুলি হতে'ই বাকি-
ধাক্কা-খাঁমচা'য় সভা-ই মাটি ||


অবস্থা'খানার গুরুত্ব ভেবে-
আয়োজক'গণে পাগল পারা,
সভা-সদ্যগণে; সম্মুখে আজ-
ছিঃ সাঙ্গ সুনাম, নিশ্চিত ধরা ||


অভিজ্ঞ এক প্রবীন সদস্য-
চাইয়া নিলেন; ঘোষণা ভাড়,
এক-নিমিষেই উধাও সেথায়-
গন্ডগোল সমেত ঝগড়ার ||


ঘোষিলেন সেই প্রবীন সভ্য-
শুন হে ! বিদূষী রমনী কুল,
বয়জ্যেষ্ঠ'রা সোফায় বসিবে-
সু-কন্যাগণের পিছনে টুল ||