- সিরাজ আহমেদ


ভুলের পথের পথিক আমি
চলছি পথে পথে
গোলকধাঁধাঁয় ঘুরি একলায়
এই কুটিল জগতে।।
এখানে মায়া নেই মমতা নেই
এখানে অপমানে চলছি নতশিরে
এখানে প্রতিদ্বন্দ্বিতা সকলেই
পথেও পথ হারায় পথের ভিতরে
ঘুরছি বিভ্রান্তির প্রকট সংঘাতে।।
আমিও ক্ষণেক্ষণেই বদলাই
নিজেও চিনছিনা নিজেকে একবারে
গন্তব্য নিজের খুঁজেও না পাই
চলছি ছুটে ছুটে অচিন পথ ধরে
ব্যথা নিরাশায় অশ্রুঝরে আঘাতে।।
পথে দলবেধে ছুটছে সবাই
অন্ধকারের সীমাহীন কালো আঁধারে
সবাই একা সাথিহারা সবাই
ভুলো পথে পথ ঘোরে পথের ভিতরে
আমরা সংঘবদ্ধ সবে একাকিত্বে।।