গভীর কালোর অধ্যায়ের,
               ঐ দূরের শেষ প্রান্তে দেখি!
মিট-মিট আলোর ফুলকি!
             আশায় চলি আলোর দিক।


ভাবনায় মন,পা চলে পথে,
             মনে গায়, আলোরই সঙ্গীত।
আবারও- মিলিয়ে হয় ইতি,
             ভাবনায় মন ঘুরে, পা স্থিতি।


বাঁক ফেরায় আলো হারায়,
              আশা হারা মন বাঁকে বাঁকে।
দূর-দৃষ্টি, খুঁজি আলোর পথ!
             এভাবেই চলে, জীরনের রথ।