আমি ভালো নেই, কদিন আগেও ছিলাম প্রান চঞ্চল,
আজ ব্যথায় জর্জরিত, শিবিরে বন্দি যুদ্ধাহত সৈনিক।
অসহায় হাত চাপড়েছি, মাথা ঠুকেছি মাটির বিছানায়,
দেখা- মিলেনি কথা শোনেনি, কোন অলৌকিক ঈশ্বর।


সেই- কবে ছোট্টবেলা, এমনি একদিন ছিলাম যুদ্ধাহত,
কাঁধে তুলেছিলো জীবন্ত ঈশ্বর, সে চলে গেছে বহুদূরে।
আবার পুনরাবৃত্তি, জীবন যুদ্ধে অসহায় আহত সৈনিক,
ছটফট মাটির বিছানায়, ব্যথার ঢেউ সজোর ছটকানো।


যাদের কাঁধে নিয়েছি, হাত ধরে পাড় করেছি চৌকাঠটা,
ভাগ্যক্রমে তাদের হাত ধরে,কাঁধে চড়ে ক্রোশ দেই পড়ি।
দৈবচক্রে একটু ভুল, হয়তো চলে যেতে হতো চন্দ্রদ্বীপে,
ভাবি ডাক্তার আসে ঈশ্বরের রূপে, সেবিতে মানুষ কুলে।