কি- করে, ভুলি তোমায়-----
হে-বাংলার নায়ক, বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান-
তুমি ঘুমাও,
হ্যাঁ- তুমি ঘুমাও, শান্তির দেশে, বন্ধু...নিওনা অভিমান।।


আমরা আছি, তোমার স্বপ্ন করবো পূরন, এই দেশে,
সোনার বাংলা গড়িতে, তুমি জন্মেছিলে বীরবেশে।
যেথা, তোমার ডাকে সাত কোটি মানুষ জেগেছিল,
তোমার- তর্জনীর ইশারায়, যে দেশটা প্রাণ পেলো।
কি- করে, ভুলি তোমায়-----
হে- বাংলার নায়ক, বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান-
তুমি ঘুমাও,
হ্যাঁ- তুমি ঘুমাও, শান্তির দেশে, বন্ধু...নিওনা অভিমান।।


যদি পারতাম মুছে দিতাম ভয়াল সেই কাল কালো রাত,
পনেরোই আগস্ট, যেই রাতে তোমারা  হয়েছো শাহাদাৎ।
আজ, পনেরোই আগষ্ট রক্তে দাগ আটা, পঞ্জিকার পাতা,
বছর ঘুরে হৃদয় ভাঙ্গে, যেন- চোখে ভাসে, সেই নির্মমতা।
তোমায় কি, ভুলা যায়...!
হে- বাংলার নায়ক, বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান,
তুমি ঘুমাও,
হ্যাঁ- তুমি ঘুমাও, শান্তির দেশে, বন্ধু...নিওনা অভিমান।।


বঙ্গবন্ধ, শেখ মুজিবুর রহমান, এই দেশ তোমারই সেনার
মোরা, তোমার রক্তেই করিছি শপথ, ছাড়বোনা হানাদার।
হারবোনা, থাকতে বিন্দু রক্ত, যতই প্রাণ যায় যাক, তবুও,
মানবোনা, এই বাংলার মাটিতে, অন্যায় অত্যাচার, কভুও।
কি- করে, ভুলি তোমায়-
হে -বাংলার নায়ক, বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান-
তুমি ঘুমাও,
হ্যাঁ- তুমি ঘুমাও, শান্তির দেশে, বন্ধু...নিওনা অভিমান।।


যেই- রক্তপিপাসু পিশাচদয়, তোমাদের বুকে ছুরি চালায়,
আহ্, কি নির্মম কি নিষ্ঠুর, ভাবতেই কাঁপে বুক, সে ব্যাথায়।
নিজের জীবন বাজি রেখে, দিয়েছে উপহার স্বাধীন দেশ,
কি করে হলি তোরা, এত নিষ্ঠুর নিমুক হারাম, বাহ্, পিশাচ বেশ।
কি- করে, ভুলি তোমায়-
হে- বাংলার নায়ক, বঙ্গবন্ধু,শেখ মুজিবুর রহমান,
তুমি ঘুমাও,
হ্যাঁ- তুমি ঘুমাও শান্তির দেশে, বন্ধু...নিওনা অভিমান।।


ওরে পিশাচের দল, বল কি করে তোদের করিবো ক্ষমা,
বাঙ্গালীর জাতির পিতার, রক্তের দাগ এই বুকে জমা।
যতদিন থাকবে এই বাংলা, থাকবেই বাঙ্গালী বহমান,
ততদিনই থাকবে, এই নাম, বঙ্গবন্ধু, শেখ মজিবুর রহমান।
কি করে, ভুলি তাহায় -
তুমি যে- বাংলার জাতির পিতা, বঙ্গবন্ধু,
শেখ মুজিবুর রহমান, তুমি ঘুমাও,
হ্যাঁ- তুমি ঘুমাও শান্তির দেশে, বন্ধু...নিওনা অভিমান।।