সৃষ্টিতে বিশ্বাসী, তাই ধর্মকে মোরা শ্রদ্ধা করি,
             ক'জন আছে ধর্ম পূর্ণ, এই সৃষ্টির জগৎ ভরি।
পোশাকী হয় চলনে বলনে, স্বার্থ নিয়ে লড়াই,
            অ-পছন্দ তাই- করিনা ভাই ধর্ম নিয়ে বড়াই।


মানুষ আমরা সৃষ্টির সেরা, জ্ঞানে গুনে ভরা,
              মোদের আচার-আচরণে, জানোয়ারে গড়া।
জ্ঞানী মহাজ্ঞনী, বিলিয়েছেন কত যে বাণী,
            সৃষ্টির জগতে, স্বার্থের কারনে নিয়েছি গ্লানি।


ধর্মকে পুঁজিকরে, সুগমের পথ খুলিয়া ভবে,
            তাই ধর্ম থেকে, জ্ঞানী গুণী পালিয়েছে সবে।
বর্ণের মাঝে কেন নেই সমতা, মানুষ সবাই,
             হিংসা ভুলে গড়ি মোরা, শান্তির জগৎ তাই।