তুমি আমাকে খুঁজনা, তোমাকে'ই আমি খুঁজবো,
দেখে নিও, তুমি পৃথিবীর এপ্রান্ত থেকে ঐপ্রান্তে।
জঞ্জাল স্তুপে গ্যাঁড়া আবৃত, তোমারি সব অস্তিত্ব,
সকল জঞ্জাল ভেদ করে, টেনে নিবো এই- বুকে।


তুমি মানুষ হও, উৎসর্গ করো মানবতায় মনুষ্যত্ব,
ভেঙে দাও কলো হাত, সব- অনৌচিত্য গোঁড়ামি।
তোমারি শুব্ধ কালের কণ্ঠে বদলে দাও, স্বপ্ন গড়,
প্রেম কর প্রেমে পড়, তোমার সাধ্যমতো'ই সম্বলে।


যেখানে অন্যায় সেখানে আমি, প্রতিবাদী গর্জনে,
তোমারি ভিতর বিরাজমান, বিবেক জাগ্রত হোক।
সৎসঙ্গে সর্বময়'ই খুঁজে পারে আমাকে, সর্বকালে,
তোমারি বদ বিবেক? আমি বহু- দূরে খুঁজা'ই বৃথা।