কি আছে ঝুলিতে অফুরন্ত প্রশয়ের চাদর।
নাকি স্বপ্ন দেখানো প্রচ্ছন্ন আস্কারা।


শিবির বদল হলে গায়ের রঙ ও বদলায়।
রক্ত ছাড়া বদলায় আর সব কিছু।
হটাত চিন্তে শেখা সর্ম্পকরা নিষ্ঠুর।
স্বার্থ ছাড়া ফিরিয়ে দিয়েছে কিছু?


ক্লান্ত মিছিলে হাঁটা পা গুলো
কখনো কখনো মৃত্যু মিছিলে হাঁটে।
এদের দেখেছে যারা তারা জানে।
ষোলো থেকে একুশ নেশায় বেঁহুশ
মায়ের চোখের জলে লাশ হয়ে বাঁচে।


কিভাবে জন্ম রাজনিতীর?
এটা কি কান্সার নাকি বিষাক্ত তার চেয়েও।
উত্তর মেলেনি কোনো উইকিপিডিয়ায়।
শুধু আগুন দেখেছেন বাবা।
বেপরোয়া ছেলের চিতায়।


কলেজ কাম্পাসে সেই জ্বালানো সিগারেট।
ধোঁয়া করে দেয় আস্ত জীবন।
তবু আমরা রাজনৈতিক।
সযত্নে বাঁচিয়ে রাখি রাজনৈতিক মন।