সারি সারি গাড়ি সূর্যের আলো ভেদ করে ছুটে
যাচ্ছে। ঝুলন্ত সব মুখ। ম্রিয়মাণ।
বিকেলের আলোর মত।
ঝকঝকে কাঁচের বিপননে মত্ত শঁন যে লিযের
ওয়াকিং স্ট্রিট।
দোহারা রাস্তা হাঁকাচ্ছে লোভনীয় দাম।
‘জেন্টেল মান আসুন দেখে যান।‘
‘জেন্টেল মান আপনার জন্যই সমস্ত
পার্থিব সুখ সাদরে গুছিয়ে রেখেছি।‘
‘আতর রেখেছি হাড়ের বাক্সে।‘
‘তামাক রেখেছি মাথার খুলি তে।‘
‘আপনি একবারটি আসুন‘
লুইভিটনের মস্ত দোকান থেকে
ব্যাগ হাতে সুন্দরী তরুণী।
সবুজ পাথরে ঢেকেছে তন্বী গ্রীবা।
এক পা দুই পা করে এগিয়ে যাচ্ছে।
খালি ব্যাগে দু হাত করে মুঠো সুখ ভরবে।
তখনই কে জানে কোথাকার এক বদ্ধ পাগল
মুহূর্ত বিস্বাদ করতে এগিয়ে এল আচমকা।
কাঁচা পাকা দাঁড়ি। আলুথালু প্যান্ট।
যেন বিশ্ব ওর পকেটে লুকোনো।
সাঁজোয়া মার্সিডিজ। দুরন্ত বিএম ডাব্লিউ।
পরোয়া করে না কিছুই।
ওর নোংরা জুতো শকুনে মত পরখ করছে
অভিজাত রাস্তা। গোটা বিশ্বের তাবড় মানুষ
তাজ্জব বনে গেছে।
উন্মত্ত পৃথিবী হতবাক হয়ে দেখছে এক আদ্যন্ত
সুখী মানুষ কে।