কিছু কথা ধুলো হয়ে থাক।
রুক্ষ মাটির ওপরে
তোমার কোমল আকাশ।
পশমের চাদরের মত
ঢেকে দিক নদী তট, তপ্ত বালু
পাতার শেষ অক্ষর।


কিছু কথা ধুলো হয়ে থাক।
ক্রসের বোনা সোয়েটার
বাতাসিয়া লুপ।
পুরোনো গল্প যত।
চায়ের কাপ আর বেঞ্চের সখ্য।


কিছু কথা ছাই চাপা থাক
লুকোনো চিঠি,
আলেয়ার গান,
আমার গোপন রাত্রি যাপন।
অপেক্ষায় মন নিস্তব্ধ।


কিছু কথা ভুলে যাওয়াই ভাল
সকাল বেলার ফোন।
চিতার আগুন।
আর যারা ফিরবে বলে কথা দিয়েছিল।
কিন্তু ফিরে এল না।।