এখানে এমন একাত্তর জন্ম নেবেনা,
আরও একাত্তর বার অথবা একাত্তর বছরে এক বার;
যার চারাগাছ জন্মেছিল একাত্তর-এ /


আমি পাইনি সে স্বাদ-
তবু জন্মেছি এখানে,এই মাটি,এই সবুজে;
আমি জন্মেছি এই মাটির মৌ মৌ ঘ্রাণে /
এখানে মাটি রক্ত চাদরে মোড়া,
শত বীরের,ত্রিশ লাখের;
তবু এখানে প্রতিটি সবুজ বুক চিরে আলো দেখে,
আলো দেখে প্রতিটি নতুন ভোরের /


এখানে মাটি নোনা জলে মোড়া,
শত বীরাঙ্গনার,চার লাখের;
লেজ কাঁটা হিংস্র কুকুরের নখ চিহ্নের,
চার দেয়ালে বন্দিনির সহস্র আর্তনাদের /
তবু এখানে পরিস্ফুটিত প্রকৃতি তার নতুন আভায়,
নতুনকে মেলে ধরে নিরন্তর /


আমি এখানে বেড়ে উঠেছি-
এই মাটি গায়ে মেখে,একাত্তর-এর স্বাদে
যে স্বাদ এমনি রবে শত একাত্তর-এ /