তুমি কত দূর যাবে?
আমার থেকে বহু দূর,
ধরনীর এপার-ওপার;
ইচ্ছে তোমার,যেতে পার যত বার ।


বেঁধে রাখিনি তোমায়-
যেতে পার বহু দূর,
ইচ্ছে হলে সাত সমুদ্দুর;
ইচ্ছে তোমার,যেতে পার যত বার ।


তোমায় গড়ি নি আপন হাতে,
সৃষ্টিতে ভুল বহুবার,
চেষ্টায় তবু শতবার,
পারিনি আমি তোমাকে গড়বার;
তুমি ভঙ্গুর,তুমি দুর্বার-
তাই,ইচ্ছে হলে ভাঙতে পার;
ইচ্ছে তোমার,ভাঙতে পার যত বার ।


ইচ্ছে হলে যেতে পার-
দূর বহু দূর,
মনের ভেতর আছো তুমি,
সত্তায় বহু দূর;
এখানেই রবে তুমি,
রাত্রি-দুপুর;
ইচ্ছে তোমার,যেতে পার যত বার ।