আমার দৃশ্যপট জুড়ে তোমার প্রতিচ্ছবি,
এঁকেছি তোমায় স্বপ্ন রং-এ/
তোমায় ছুঁয়ে দেখিনি,
অনুভূতিতে আছো বলে-
মিশে সপ্ত রং-এ/


তোমায় বেসেছি ভালো বলেই,
ছায়াতে তোমার হাত রেখেছি;
অসংখ্য বার ইচ্ছে কিংবা অনিচ্ছাতেই-
ছায়া যুগল হবো বলেই/


তবে এলে কেন এ ভাবে?
আমার হৃদয় ভূমিতে পা রেখে;
হারিয়ে যাবার শংকায়-
মৃদু কাঁপন ছড়িয়ে/


আমিতো আছি চেয়ে সূর্য পানে,
তোমার ছায়া দেখবো বলেই/