আমরা যথেষ্ট সভ্য হয়েছি এখন,
কারন; আমরা সভ্য সমাজে বাস করি /
আবার, সভ্য সমাজ আমাদের আঙুলের ডগায়;
সভ্যতা এখন অনেক উচু সমাজে বাস করে,
উজ্জল রঙের গাড়িতে ঘুরে বেড়ায়,
বাহারি পোশাক তাদের;
স্যুট,বুট,টাই আবার কালো সান গ্লাস /


বলি, আমরা কি আদৌ সভ্য সমাজে?
নাকি আমরা সভ্য চলনেবলনে?
সব-ই তো রঙিনে মোড়া,
ভিতরটা ফাঁপা মাত্র /


এখানে, দিন-রাত এক করে,
কেউ কেউ ছোট স্বপ্ন গড়ছে;
অধিক নয়,সমান্য কিছু পাবার আশায় /
আবার, সেই স্বপ্নই চুরি যায়
নিকষকালোয়, এই সভ্য সমাজে;
শত সভ্য মানুষের ভিড়ে /


এখানে, তপ্ত দুপুরে,
ছোট শিশু ফুটপাতে পরে থাকে;
তৃষ্ণায় কিংবা সীমাহীন ক্ষুধা যন্ত্রণায় /
আবার, এখানেই অফুরন্ত খাবার,
নির্বিকারে নষ্ট হচ্ছে ডাস্টবিনে,
সেই শিশুটিই পদদলিত হচ্ছে
অনাহারে, এই সভ্য সমাজে;
শত সভ্য মানুষের ভিড়ে /


এখানে, পড়ন্ত বিকেলে কিংবা ছায়াহীন রাতে,
মাটিতে লুটাচ্ছে সম্মান জলের মতো;
গৃহিণী অথবা স্কুল পড়ুয়া কেউ বাদ যায়না,
কিছু সম্মান ঝুলে যায় সিলিং-এ দড়িতে /
আবার, এখানেই সব না বুঝে-শুনে,
ছুড়ছে মুঠো ভরা তিরস্কার হারানো সম্মানে;
সব হারানোর এই সভ্য সমাজে;
শত সভ্য মানুষের ভিড়ে /


তবু, আমারা সভ্য আছি বেশ!
এই সভ্য সমাজে, রঙিন পর্দার অন্তরালে,
রঙিন বাক্সে বন্দি হয়ে /