দেয়ালের ওপাশে পাখি
ভালোই আছে  
ব্যস্ততার মাঝেও সে
সুখেই আছে।
                            ‎
তোমার আকাশে আমি
কালো মেঘ হতে চাইনা
উড়ে চলো তুমি দিগ্বিদিক
ঝড়ো হাওয়া হতে চাইনা।


আমি স্তব্ধ; ব্যস্ত শহরে
তাকিয়ে সন্ধ্যার আকাশে
পাখি দেখছি, পাখি উড়ছে
গন্তব্যে পাখি ছুটছে
শুধু তুমি রয়ে গেছ, দেয়ালের আড়ালে।


রাতের আঁধারে যদি
ঘিরে ধরে
অব্যক্ত অনুভুতিগুলো
আঁছড়ে পড়ে।            


রক্তিম কোনো চিঠি আমি
পাঠাব না তোমাকে
উড়ে চলো তুমি দিগ্বিদিক
স্বাধীনতা দেব তোমাকে।