পাখি, ক্যামোনে ঘর বা-ধিঁলি, পাখি, ক্যামোনে ঘর বা-ধিঁলি
অচীন দ্যাশে অচীন কালে
অচীন দ্যাশে অচীন কালে
জগতো মোহে আসি-লি , পাখি, ভূবনো মোহে আসি-লি-
পাখি, ক্যামোনে ঘর বা-ধিঁলি, পাখি, ক্যামোনে ঘর বা-ধিঁলি ?


জল তরঙ্গ উথল নদী
পাথার পানে ধেয়ে গেলি
ঝড় তুফানে আকার পাইলি,পাখি, ঝড় তুফান আকার পাইলি
বিশ পক্ষ দশ দিন গেলি - বিশ পক্ষ দশ দিন গেলি
কিচির মিচির ডা-কিলি পাখি, কিচির মিচির ডাকি-লি, পাখি
জগৎ সংসা-রে আসি-লি , পাখি , ক্যামোনে ঘর বা-ধিঁলি ?


আশ্রমে ভূ-মিষ্ঠ হইলি,
বিধি ধ্বনি শুনতে পাইলি
দিন-দিনে বোল মাতালি, পাখি , দিন-দিনে বোল মাতা-লি
হৃদগারদ হইলে মাটি - হৃদগারদ হাইলে মাটি
বিথাই খাঁচা ছা-ড়িবি, পাখি, ত্রি-ভূবন যে হা-রাবি  -
পাখি , ক্যামোনে ঘর বা-ধিঁলি, পাখি, ক্যামোনে ঘর বা-ধিঁলি ?


পাপ কলঙ্গ কাম তলি
বিধির বামে পইরে রইলি
কোন দি-নে উড়াল দিবি, পাখি, কোন দি-নে উড়াল দিবি ?
সাধু বলে নিদান কালে - মানুষ গুরু না ভজিলে
ভবো তরী ডুবাবি পাখি, শ্যাষ কালেতে পস্তাবি -
পাখি, ক্যামোনে ঘর বা-ধিঁলি, পাখি, ক্যামোনে ঘর বা-ধিঁলি।


পাখি, ক্যামোনে ঘর বা-ধিঁলি, পাখি, ক্যামোনে ঘর বা-ধিঁলি
অচীন দ্যাশে অচীন কালে
অচীন দ্যাশে অচীন কালে
আসি-লি জগোতো মোহে, পাখি, আসি-লি  ভূবনো মোহে-
পাখি, ক্যামোনে ঘর বা-ধিঁলি, পাখি, ক্যামোনে ঘর বা-ধিঁলি ?


--শামছুর রহমান
রচনার সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০১৬ খ্রি. ১৫ আশ্বিন ১৪২৩, ভোর ঃ ০৬:০৩ মিনিট