হে হৃদয় হীনা  জানি তুমি আমায় ভালোবাসনা,
যদি ভালোবাসতে  আমাতেই মিশে থাকতে।


যদি ভালোবাসতে,
তোমার বিহনে  হৃদয় পুরে ছাই হতো না
জানি,
পুরা মনের হাহাকার  কভু শোনবে না।


জানি তুমি আমায় ভালোবাসনা,
যদি ভালোবাসতে
আমার ব্যথায়  খানিক হলেও ব্যথিত হতে,
তোমা বিরহে দুচোখ অশ্রুসিক্ত  হতো না।


জানি তুমি আমায় ভালোবাস না
যদি ভালোবাসতে বসন্ত  কপোত-কপতি আমায় দেখিয়ে
উপহাস করতো না

জানি তুমি আমায় ভালোবাসনা,
যদি ভালোবাসতে  
গ্রীষ্মের মাটির তৃর্ষ্ণাত হাহাকারে মম প্রাণ দগ্ধ হতো না
তার তাপে এ দেহ দহন হতো না।