তোমার দুঃখ নদীতে আমাকে ভাসাবে বলে,
দুঃখকে বলেছিলে বয়ে চল আমার  গভীরতা দিয়ে।
তোমার গভীরতা জুড়ে,
দুঃখ জলে আজ আমি ভেসে চলা এক পাল বিহীন নৌকা।
তোমার দুঃখ নদীতে যখন জোয়ার আসে তখন আমায় ভাসিয়ে নিয়ে যাও বহু দূর,
যখন তোমার গভীরতা জুড়ে দুঃখের ভাটা বয়ে চলে ;
তখন তুমি আমায় ফেলে রেখে যাও কাঁদা মাটির বালুচরে।
একদিন তোমার দুঃখ নদী জুড়ে নেমে আসুক চিরন্তন ভাটা,
এই বাসনায় বাধি চির সুর আমার জীবনের সত্য সভ্য যন্ত্রণা।