এখনো মাঝরাতে বৃষ্টি ঝরে
আমি জানাালা খুলে চুপচাপ বসে থাকি
বৃষ্টি ভেজা মিষ্টি বাতাসে
তোমাকে অনুভব করার আপ্রাণ চেষ্টা করি
অপেক্ষায় থাকি বিজলীর এক ঝলকানিতে
দেখতে পাবো তোমারই মুখ।
জানো,এখন আর সব কিছুতে নিজেকে
নি:সঙ্গ লাগে না
অর্থহীন জীবনটাকে অতটাও ব্যর্থ লাগে না,
তুমি আছো বলে, সব কিছু না থেকেও
যেন সব আছে আমার।
হ্যাঁ,তবে অভিমানটা ষোল আনা আছে
এখনো আমি ভীষণ জেদী
গত শতাব্দির শেষে জন্মেছি বলে এখনো,
একটু সেকেলে।