আমি মানুষটা ছোট হতে পারি
ক্ষুদ্র নই,
বুঝি সবি বুঝি
কার চালে, কার ঘর চুলো হয়
পুড়ে যায় বন, ছাই মানুষের অরণ্য।
কার চোখে কত জল
কার মিছে মিছে ছল
জানি সবি জানি
কাল-সাপ সাপুড়ে হয়ে
ধরে সাপ লেলিয়ে দিয়ে
ঘর ছাড়া মানুষেরে কে চুবায়
ভেসে এসে তীরে শিশু_পড়ে রয়
আর ভেসে যায় মানবতা।
জানি সবি জানি
বুঝি সবি বুঝি
কার বিষে কে সে নীল
যার যত গড়-মিল,
শত দলে কত বল
যত দল তত বল
কত বল কত দল
নেই তার যোগফল।
পৃথিবীর দিনলিপি কাগজে  বলে
বাদর নাচের দোলে পৃথিবী দোলে
আমি দেখি, সবি দেখি
বলি না, কাউকে বলি না।