যত দূরে যাই চলে
মনে হয়,তোমার আরো একটু কাছে আসি
তুমি প্রচ্ছন্নভাবে আচ্ছন্ন করো
আমার চিন্তা-চেতনা; গতি ও প্রকৃতি।
ডানা ভেঙে দিয়ে বলো,
তুমি মুক্ত,খাচার দরজাটা খুলে দিয়েছি
এখন যেখানে খুশি উড়াল দাও
তোমার জন্য দিগন্তের দিকে একবার ফিরেও তাকাবো না।
আমি বলি,তবে কি সব মিছে আয়োজন!
তুমি বল,সব কিছুর অর্থ হয় না।