যেও না রজনী
,
আত্মা কাঁপিছে রাতের পাখির মতো,
এই বার যাবে বুঝি?
চাঁদ পড়েছে হেলে,রাত হয়ে আসে ভোর
কোথায় থাকো এখন?কেমন আছো তুমি?


বলবে না কথা?
ফিরে যাও ওই মৃতদের জলসায়,
তবে মাঝে মাঝে এসো ফিরে,


ভুলে গেলেও এসো,কেমন?
দিন যায়,দিন যায় লেখা-রেখা মুছে যায়
বিস্মরণের পৃথিবীতে মনে রাখে মৃত রে কে ক'দিন!


এই বসন্তে না হোক,এসো, কেমন?
আবার শীতের শেষে
এ মন-আত্মা কিছু নয় জানি,
তাই স্মৃতির চেয়ে বরং ফোটোগ্রাফ বেশি স্থায়ী।


inspiration:  you.
hm..you.


background story: hidden.