তুমি বলেছিলে ভুলে যাবে
সমুদ্রের উদ্বেলিত ঢেউয়ের মতো চোখে
বলে ছিলে,
ভালোবাসার ভষ্মীভূত নগরীতে
আজ আবার হাটতে ভয় করে
একটুকরো আগুনে আবার না পোড়ে হৃদয়
ভয় করে ভীষন ভয় করে
মানুষের চেয়ে মানুষের ছায়া
ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র জীবন
আলোর পিছনে ছায়া না ছায়ার পিছনে আলো
সহজ কথাগুলো মুখে আটকে যায়
কি বলতে কি বলে ফেলি!
তুমি বলেছিলে ফিরে এসো না
আষাঢ়ের ঘন কালো অভিমানে
চলে যাও
তোমার বৃষ্টি ঝরা অভিমান
ঝরবে কি আর,প্রিয়তমা?
আমি মেঘে ঢাকা তারার মতো
নিষ্প্রভ আজ,নিজেকে হারিয়ে
যাযাবর অন্তর, তোমার অস্তিত্বে অস্তিত্বশীল হওয়ার তীব্র বাসনায় বেচে নেই যে
তবে আমি জীবন নদীর তীরের পাশে বসে রবো
তুমি চাইলেই আসতে পারো
খেয়া তরী ভাসিয়ে!