উড়ছে উড়ুক ধোয়ার মেঘ
প্রত্যেকটা টানে পুড়ে পুড়ে শেষ করছি নিজেকে।
আমি আবার অস্তিত্ব সচেতন ছিলাম কবে
এই আছি, এই তো মৃতদের মিছিলে
চোরা গলি দিয়ে চোরেদের মতো পালাতে গিয়ে
আটকা পড়েছি ফাদে
ভেসে বেড়ানো মেঘের মতো, আমার অস্তিত্বে যেন শূন্যের শূন্যতা
পালানোর রাস্তা নেই।
আটকা পড়েছি ফাদে
চোরা গলি দিয়ে পালাতে গিয়ে
উড়ছে উড়ুক ধোয়ার মেঘে
প্রত্যেকটা টানই যেন শেষ টান।
ফিল্টার পুড়িয়ে হাতে ধরিয়েছি আগুন
পরোয়া করি না
আগুনের আচে অতটাও জ্বালা নেই
তোমাকে অতিক্রম করে
প্রত্যেকটা টানই শেষ টান
প্রত্যেক টানে পুড়ে পুড়ে হচ্ছি শেষ নিজে
আমি আবার নিজেকে ভালোবেসে ছিলাম কবে?
ফিল্টার পুড়িয়ে হাতে ধরিয়েছি আগুন
ফাগুনের বাতাসকে ততটাও পরোয়া করি না
তোমাকে অতিক্রম করে যাবে
প্রত্যেকটা টানই শেষ টান
উড়ছে উড়ুক ধোয়ার মেঘ।