ধরো, আমি কালরাতে মরে গেছি
তোমার সামনে আমার খোলসটা পড়ে আছে
যেমন পড়ে থাকে একটা ছেড়াফুল শুকিয়ে যাওয়ার পড়ে
যার না আছে গন্ধ না দেখতে সুন্দর
যদিও আমি একদিন পাখি ছিলাম
মুক্ত আকাশের মতো নীল
আমিও মাঝে মাঝে রং পাল্টাতাম
কখনো সাদা, কখনো সবুজ।
তবে এখন, মাঝে মাঝে মনে হয়
যেন একটা মিথ্যে জীবন বেচে আছি
যেমন আলোর পিছনের ছায়া
কোথায় হারালাম আমি??
কোথায় খুজি! কোথায় খুজি!!
দেখি আমি স্ব স্থানে স্থির
নদীর স্রোতের মতো বার বার
ফিরে এসেছি এখানেই।