প্রিয় নিশিগন্ধা,
শীতের এক ভোরে হারিয়ে যাই যদি!
নিরুদ্দেশের পথে,
হারানো পথ জুড়ে খুজবে কি, আমার পায়ের চিহ্ন
না কি, তুমিও ভুলে যাবে,
এক দিন আমিও ছিলেম কোথাও?


একটা রাত তোমার সুগন্ধ বিলানো বন্ধ রেখে
আমার কথা ভেবে হবে কি আনমনা!
না কি মৃদু হেসে বলবে
যে চলে গেছে তার খবর রাখি না।


জ্যোৎস্না রাতে যখন পুকুরের জলে
আকাশের তারা এক হয়ে মিশে যাবে,
বাতাসের সুরে নদীর কুলুকুলু গানে
যখন তোমার প্রবল বসন্ত নিশিগন্ধা
ততদিনে আমার না ফেরার হয়েছে অনেক দিন
এমন একটা দিনে হঠাৎ হিমেল বাতাসে তুমি কি থমকে দাঁড়াবে?


কি জানি! পৃথিবীর সব পায়ের চিহ্ন হয়তো মুছে যাবে  
আমারও আর ফেরা হবে না কোন দিন
পৃথিবীর ছিন্নমূল মানুষের মাঝে
খুজে পাও যদি আমায়
শুধু বলবো, অবাক হইও না।