১.
ছায়ায় ছায়ায় পথের মায়ায়
কে যায় যে জন দূরে _হারায়
সে কি আসবে আবার ফিরে
না সে দেখবে না আর ফিরে
রাতের আধার গায়ে
শ্রান্ত শিশির  পায়ে
দূর কোন গায়ে আর
দেখা পাব না কি তার?


২.
হয়তো তুমি গিয়েছ চলে দূরে
বহুদূরে
নতুবা আমি গিয়েছি পথ ভুলে
থাক না কিছু কথা নিরুত্তর
কে কাকে অবহেলায় অনাদরে গিয়েছি ভুলে?


৩.
আমি কাঁদি, কাঁদতে পারি
কারণ কিছু না ভুলতে পারি
তোমাকে ভালোবেসে ছিলাম
কারন আমি ভালোবাসতে পারতাম
এখন আর বাসি না
কারণ বাসতে পারি না


৪.
কি যেন নাম  সেই নামহীনের
ছিনিয়া নিয়েছে তোমায়
প্রেম আমার উত্তরাধিকার নয়_জানি
আদালতে মামলা ঠুকে দেব
তার চেয়ে বরং
তোমার সব ভালোবাসা তাকে দিয়ে দিও


৫.
কত পথ হাত ধরে কাটিয়ে দিলে
মানুষের ভীড়ে, আমার ভীষণ লজ্জা হতো
আর তুমি যেন পরোয়া করো না
আড় চোখে তাকালে, হাতটা আরো একটু;
শক্ত করে ধরে
কাকে যেন কি বোঝাতে!


৬.
তুমি ও অন্যান্যরা বার বার ভুলে যাও
সেই আমি, এই আমিতে অনেক তফাত
তাই স্মৃতি থেকে কথা বলো না
সুপ্ত ভালোবাসার মতো সুপ্ত রাখিনি কিছুই
যদিও বা তুমি এসেছিলে
অথবা আসো নি
দমকা হাওয়ার মতো
মাঝ রাতের শেষে _ভীত
ভেঙে যাওয়া হৃদয় যেন আবর্জনা
ডাস্টবিনে ফেলতে পারলে বাঁচি।


৭.


বক্তব্য বিহীন অব্যক্ত কবিতার মতো,
সংজ্ঞাহীন এ ঘৃণার বাষ্প_
আশ্চর্য হওয়ার মতো কিছু নেই,
অস্ফুট কণ্ঠে যা প্রকাশিত
বৈষম্য-শৃঙ্খল থেকে যার উদ্ভব
বক্তব্য নিষ্প্রয়োজন সব ঘৃণার বাষ্প।