বিসাদের হাত দুটি তোলে তার প্রতিধ্বনি
মনের পাড়া আজ শান্ত
স্মৃতি আঁকে তার কত ছবি
রং তুলি বড় ক্লান্ত
একটা আকাশ আঁকবার কথা ছিলো
সে কি তা জানতো
ফুটাবার কথা ছিলো তাতে হাজার তারার ঝলকানি
উষ্ম চাদের আলোয় ভেজাবার কথা ছিল
ছিল আরো হাজার সপ্ন
জানি,
হচ্ছে না আর
হচ্ছে তার কিছুই
রং তুলি আজ ক্লান্ত ভিষন
সপ্নে উদাস মন
সুধা ছাড়ি সে গরলে বুজিল মোর দেহ প্রাণ
এমনো সে বন্ধু মোর সে জন।।।  


মন চায় তার আকাশ ছুঁতে
ভাংগা গড়ায় তার কি আসে
জীবনের কাঁটা তারে তাই সেই তো তুমি
অন্তমিলের অপূর্ণতায়