নতুন জন্মের মতো সাদা একটা ক্যানভাস
একটি অখণ্ড নির্মোহ ছবির আয়োজনে প্রস্তুত;
কিছু জীবনের রঙ, কিছু বিভিন্ন তুলির বহুমাত্রিক টান -
ব্যাকরণের পাশে দাঁড়িয়ে আজ এখানে একজনা কেউ
বাড়ানো দু’হাত তার বড় নির্লোভ প্রয়োজনে -
যদি আরো একটুও বাড়ে নীলাভ ঢেউ
এ উষ্ণ সাগরের বুকে নীলিমার গভীরতা!


সময়ের সীমাহীন দাবী থাকে, তবু কেউ কেউ আঁকে
আলো-আঁধারের ফাঁকে ফাঁকে কিছু প্রসন্ন হঠাৎ মুখ।


আমি সেইসব অঙ্কিত বিভিন্ন মুখের রেখায়
এঁকে নেবো তোমার উর্বর হৃদয়
শব্দতুলির নিপুণ সুষমায়।


যদি তুমি নদী হও হিমালয় কন্যা
আমি বুক পেতে রাখবো এ বাংলার সবুজ বুক -
তরঙ্গে-স্রোতে বয়ে যেও বাংলার সাগর;
তোমার পলিপ্রবাহের ক্যানভাসে এঁকে যাবো
আদিগন্ত ফসলের স্বর্ণ সম্ভার।