এই হাত কবিতার স্পর্শ টের পায় খুব গভীরে, তুমি জানো;
মেলা শেষে কোন রোদের উষ্ণতা খেলা করে ঐ নরম মুঠি ভরে, একুশের কবি জানে তা;
আমাকে প্রশ্ন করোনা, এখানে কেন আসি বারবার ফিরে ফিরে -
দোহাই, বাতাসের ওড়নায় ঢেকোনা মুখ আর অমন করে!


এই ফাগুনের শাখা-প্রশাখায় ফুটতে দাও আরো কিছু শিকড়ের ফুল।