জলের বর্ণমালায় চলছে ধ্রুপদী পাঠ ...............


একদিন ঠিকই এঁকে দেব জলস্পর্শের চুম্বনরেখা
রহস্যময়ী ঐ ডাগর সমুদ্রের নাভিমূলে, দেখিস!
সব গোপন নীল আকাশ হবে জলের শব্দে;
অন্তর্গত জলের হৃদয় হেসে উঠবে হোলি হোলি হো
ঘরে-ঘরে দাঁড়াবে বহু হাজারদুয়ারী বাড়ি সৌম্য কলায়
মাথার উপরে সূর্য বুকে নামলেই চাঁদ কবিতা -
তোর জন্য মাইরি এ গভীর জলের পাঠ।


জেনেছি জলের বর্ণমালায় বর্ণগতি সব বহুধা, অধরা;
জলের বর্ণমালায় চলছে তাই এ ধ্রুপদী সন্তরণ।