নির্বাক আমি, গতিহারা
শুধু ভাবি কে বেশী ভাগ্যবান
তোমার পায়ের নূপুর নাকি ওই
সবুজ ঘাস যে পেয়েছে তোমার
অমলিন  চুম্বক_স্পর্শ  !!


স্তব্ধ আমি ,  নিশ্চল
শুধু চেয়ে দেখি অপলক
নয়নে তোমার মসৃণ মোহনীয়
ওই পা কৃষকের লাঙলের ফলার
চেয়েও ধারাল , সুতীক্ষ্ণ !!


নিষ্পলক আমি, দিশেহারা
খুঁজে ফিরি যথার্থ শব্দ_যুগল
যা দিয়ে করব বয়ান তোমার
অনিঃশেষ সৌন্দর্যের অবিস্মরণীয়
উপাখ্যান  সৌরজগত ছাপিয়ে আরো দূরে!!